টাউন-সেন্টারের সর্বপ্রথম ইনস্টলেশন শুরু হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। পাশাপাশি দেশের আরো দু'টো শহরে কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী মাসের প্রথম থেকে। প্রথমে আমরা টাউন-সেন্টারের কর্মী ও এসোসিয়েটদের জন্য এডমিন প্যানেল রিলিজ দিয়ে তাদেরকে ডাটা সংগ্রহ ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করার প্রশিক্ষণ প্রদান করছি।
আগামী ২৫ অক্টোবর থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য রেজিঃ কার্যক্রম শুরু করার লক্ষ্যে আমাদের টীম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পৃথিবীজুড়ে দশ হাজার শহরে টাউন-সেন্টার নামে একটি বিকেন্দ্রিভুত সোশ্যাল মিডিয়া তৈরির উদ্দেশ্যে তৈরি করা আমাদের প্লাটফর্মটির পাইলটিং শুরু হয়েছে। প্রাথমিকভাবে আমরা তিনটি শহরকে বেছে নিয়েছি। এই কার্যক্রম আগামী কয়েক মাস ধরে চলবে।
আমাদের পরিকল্পনা ও সম্ভাব্য রিলিজের তারিখ জানতে রোডম্যাপ দেখুন।