Our Roadmap A Community & Business Hub for your town

Alpha 2 Jan 2023

ঢাকা টাউন-সেন্টার আলফা রিলিজ
জানুয়ারী ২০২৩ এর শুরুতে পাইলটিং এর উদ্দেশ্যে ঢাকা টাউন-সেন্টারের আলফা সংস্করণ রিলিজ হয়েছে। প্রাথমিকভাবে আমরা শহরের বিভিন্ন প্রান্তে টার্গেট অডিয়েন্সের মতামত গ্রহণ করার উদ্দেশ্যে তাদের কাছে টাউন-সেন্টারের ডেমো দেখিয়েছি। দশ মাস ধরে ঢাকাসহ মোট ৩টা শহরে এই কার্যক্রম চালানো হয়েছে। পাশাপাশি আমরা ডেভেলপমেন্ট চালিয়ে গিয়েছি।

Closed beta 10 Oct 2023

এসোসিয়েটদের জন্য প্রাইভেট বেটা
টাউন-সেন্টারের পেছনে যারা বিভিন্ন দায়িত্ব পালন করছে, বিশেষ করে তথ্য সংগ্রহ, যাচাই ও আপডেট করার কাজ করছে, তাদের জন্য টাউন-সেন্টারের এডমিন/মডারেশন প্যানেল রিলিজ দেয়া হয়েছে। ডাটা আপডেটের সাথে সাথে মূল পোর্টেলে তথ্যগুলো প্রদর্শন করা হচ্ছে।

Public beta 1 25 Oct 2023

একাউন্ট তৈরি ও টাউন ওয়াল
পাবলিক বেটা স্টেজ রিলিজ সম্পন্ন হয়েছে। জনসাধারণের জন্য একাউন্ট তৈরি খুলে দেয়া হয়েছে তবে একাউন্ট একটিভেটের জন্য ইনভাইটেশন লাগবে। নাগরিক ডিরেক্টরি, তথ্য-সেবা, নিউজ, বিজনেস সেন্টার চালু হয়েছে। সাথে ওয়াল নামে নতুন একটি ফিচারের আলফা রিলিজ দেয়া হয়েছে।

Public beta 2 10 Nov 2023

একাউন্ট ভেরিফিকেশন ব্যাজ ও বিবিধ
পাবলিক ওয়াল, বিজনেস ড্যাশবোর্ড, প্রফেশনাল প্রোফাইল এবং একাউন্ট ভেরিফিকেশন এর বেটা রিলিজ সম্পন্ন হয়েছে। একাউন্ট ভেরিফিকেশন শুরু হওয়ার পর সকলের জন্য উন্মুক্ত হবে।

Public beta 3 27 May 2024

সকল ফিচার অবমুক্তকরণ
জানুয়ারী ২০২৪ এর মাঝামাঝি টাউন-সেন্টারের প্রাথমিক সবগুলো ফিচারের বেটা রিলিজ সম্পন্ন হবে। প্রতিটা রিলিজের সাথে প্রকাশিত রিলিজ নোটে বিস্তারিত থাকবে।

Public beta 4 27 Jun 2024

জব পোর্টাল হিসেবে যাত্রা শুরু
আমাদের ক্যারিয়ার প্লাটফর্ম CSAI এর সাথে টাউন-সেন্টারের ইন্টিগ্রেশনের মাধ্যমে একটি জব পোর্টাল হিসেবে কাজ করা শুরু করবে টাউন-সেন্টার।

Public beta 5 10 Aug 2024

টাউন-সেন্টারে B2B প্লাটফর্ম
আগামী মার্চ ২০২৪ থেকে টাউন-সেন্টারের মার্কেটপ্লেস ও বিজনেস মডিউলের ব্যবহারকারীদের মাঝে B2B সুবিধার পরিক্ষামূলক যাত্রা শুরু হবে। ২০২৪ সালের জুন নাগাদ এই ব্যবস্থা পুরোপুরি স্ট্যাবল ও সকল ফিচার অবমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাবো।

Version 1.0 5 Oct 2024

টাউন-সেন্টার স্ট্যাবল রিলিজ
টাউন-সেন্টারের সকল ফিচার ও সুবিধার পরিক্ষামূলক বেটা স্টেজ থেকে স্ট্যাবল ভার্সন-১ রিলিজ হবে।