টাউন-সেন্টার কী?

টাউন-সেন্টার একটি বিকেন্দ্রীকৃত (decentralized) সামাজিক যোগাযোগ মাধ্যম (social media) যা একটি শহরের ডিজিটাল হাব হিসেবে কাজ করে। একটি শহরের সমস্ত নাগরিক সুবিধা পেতে এবং নাগরিকদের সংযুক্ত করার কাজে এটি হাব হিসেবে কাজ করে। নাগরিকরা এখান থেকে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধার তথ্য পাওয়ার পাশাপাশি নিজেদের পেশা, সেবা ও ব্যবসা প্রসার করতে পারবে। বাচ্চার জন্য হোম টিউটর খোঁজা থেকে শুরু করে ডাক্তারের এপয়েন্টমেন্ট, কাঁচা বাজারের দর-দাম জানা থেকে গাড়ি কেনা, মেরামত কাজের মিস্ত্রি খোঁজা থেকে শুরু করে বাড়ি বানানোর আর্কিটেক্ট, আইনজীবি ও বিভিন্ন পেশার লোকদের খুঁজে বের করা ও সেবা আদান-প্রদানে এই প্লাটফর্ম সাহায্য করবে। নানা দরকারী তথ্য ও নিউজ-আপডেট পাওয়া যাবে। এসবের বাইরেও আরো নানাবিধ ব্যবহার রয়েছে টাউন-সেন্টারের যা ধীরে ধীরে আমরা রিলিজ নোটের মাধ্যমে জানাবো। বিশ্বব্যপী ১০ হাজার শহরে এই নেটওয়ার্ক তৈরির লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

ঢাকা টাউন-সেন্টার কী ও কিভাবে কাজ করে?

বিশ্বব্যপী ১০ হাজার শহরে যে টাউন হাব আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা টাউন-সেন্টার হচ্ছে তার একটি। বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলাতে ৬৪-টি হাব তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের রাজধানী ঢাকার জন্য DhakaTC.com ও সকল জেলার জন্য TownCenterBD.com ডোমেইন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের আন্তর্জাতিক প্লাটফর্ম Town-Center.net থেকে এটি নিয়ন্ত্রিত হবে। প্রতিটি শহরের স্থানীয় অধিবাসীদের প্রয়োজনকে লক্ষ্য করে এর কার্যক্রম সাজানো হয়েছে। এই লক্ষ্যে আমরা নিন্মোক্ত সেবাগুলো প্রদান করার জন্য কাজ করে যাচ্ছি:

  • নাগরিক ডিরেক্টরিঃ শহরের বিভিন্ন পেশা ও পদবীর লোকজনের তালিকা পাওয়া যাবে এখানে যেখান থেকে শহরের অধিবাসীরা তাদের প্রয়োজনীয় পেশার লোকদের খুঁজে বের করতে ও যোগাযোগ করতে পারবে। এছাড়াও শহরের বিভিন্ন পেশাজীবিরা এখানে নিজেদেরকে তালিকাভুক্ত ও প্রোফাইল তৈরির মাধ্যমে নিজেদের পেশার প্রচার-প্রসার ঘটাতে পারবেন।
  • তথ্য-সেবাঃ স্থানীয় ও আন্তঃজেলা বাস সার্ভিসের তথ্য থেকে শুরু করে শহরের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সহজে খুঁজে বের করার সুবিধা রয়েছে এখানে।
  • ট্রাভেলঃ ভ্রমণ/ট্রাভেলঃ বিভিন্ন এলাকার খাবার / রন্ধনপ্রণালী, ট্রাভেল গাইড, পর্যটন স্পটসহ ভ্রমণ বিষয়ক সকল বিষয় আছে এখানে। ট্রাভেল এজেন্সি, ট্রান্সপোর্টেশন সম্পর্কিত তথ্য ও বুকিং, হোটেল/রিসোর্ট সম্পর্কে তথ্য ও বুকিং দেয়া যাবে টাউন-সেন্টার থেকে। পাশাপাশি আমরা ভ্রমণ গ্রুপগুলোকে প্রমোটে হেল্প করছি, ভ্রমণ বিষয়ক ব্লগ ও ইভেন্ট পাবলিশের অপশন দিচ্ছি। আপনার ভ্রমণের ইতিহাস ও বিস্তারিত সংরক্ষন ও পাবলিশের সুবিধাও আছে এখানে।
  • বিজনেসঃ টাউন-সেন্টার একটি বিজনেস ডাইরেক্টরি ও মার্কেটিং প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এছাড়াও কোম্পানীগুলোর জন্য আমাদের বিশেষায়িত ড্যাশবোর্ড রয়েছে যেখান থেকে তারা নিজেদের ব্রান্ড, পণ্য ও সেবার প্রচার করার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিজেদের ব্যবসা প্রসারের জন্য প্রয়োজনীয় তথ্য ও লিংক পাবেন। এছাড়াও যোগ্য কর্মী খুঁজে বের করাসহ আরো নানাবিধ সুবিধা এতে রয়েছে যা রিলিজ নোটের মাধ্যমে আমরা সময়ে সময়ে প্রকাশ করবো। ভবিষ্যতে টাউন-সেন্টারকে একটি B2B প্লাটফর্ম হিসেবে দাঁড় করানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
  • সার্ভিস ইন্ড্রাস্ট্রিঃ গাড়ি ভাড়া থেকে শুরু করে আপনার বিল্ডিং তৈরি, মেরামতসহ যাবতীয় সেবা পাওয়ার ব্যবস্থা আমরা যুক্ত করেছি। আপনি যদি এধরনের সেবা প্রদান করে থাকেন তাহলে আমাদের লিস্টে যুক্ত হয়ে টাউন-সেন্টারকে আপনার বিজনেস/সেবা প্রমোশনের কাজে ব্যবহার করতে পারবেন।
  • বাজারঃ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সম্পর্কে বিভিন্ন তথ্য, মূল্য ও কোথায় পাওয়া যায় সেসব জানা যাবে বাজার থেকে। কম্পিউটার, গ্যাজেট, হোম এপ্লায়েন্স, বই, ফ্যাশন সামগ্রী, ফার্নিচার, ফুড মার্কেট ও প্রি-ওউনড মার্কেট- এই ৮ ধরনের মার্কেট নিয়ে আমরা কাজ করছি বর্তমানে। ভবিষ্যতে আরো ক্যাটাগরি যুক্ত হবে।
  • প্রশ্নোত্তর / জিজ্ঞাসাঃ নগর জীবনের বিভিন্ন বিষয় ও তথ্য জানার জন্য অন্য নাগরিকদের সাহায্য নেয়ার একটি ব্যবস্থা রয়েছে এখানে যা মূল মেনুতে 'জিজ্ঞাসা' নামে পাওয়া যাবে। এখানে বিভিন্ন বিষয়ে তথ্য খোঁজ করা থেকে শুরু করে নাগরিক সমস্যার সমাধান এবং সাহায্য চেয়ে পোস্ট করা যাবে।
  • এডুকেশনঃ একাডেমিক বিভিন্ন তথ্য ও সেবা পাওয়া যাবে এখানে। থিংকার কিডস, স্কুল, কলেজ/ভার্সিটিয়ানসহ আমাদের সমস্ত এডুকেশন প্লাটফর্ম এখানে কানেক্টেড হয়ে নাগরিকদের এডুকেশনে সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানকে আমরা এখানে কানেক্ট করে নাগরিকদের হাতের কাছে পৌঁছাতে সাহায্য করবো।
  • ক্যারিয়ারঃ নাগরিকদেরকে চাকুরীর খবর থেকে শুরু করে জব মার্কেট সম্পর্কে নানা ধরনের তথ্য ও সুবিধা রয়েছে এখানে। আমাদের প্লাটফর্মে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে। ক্যারিয়ার প্লাটফর্ম CSAI এখানে কানেক্টেড হতে যাচ্ছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
  • নিউজঃ প্রতিদিনের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক খবর/ঘটনার আপডেট পাওয়া যাবে।
  • স্টোরিজঃ এখানে নাগরিকরা নিজেদের অটোবায়োগ্রাফি লিখতে পারবে। নাগরিকদের সুখ-দুঃখ ও সফলতার কাহিনী এখানে প্রকাশিত হবে যা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
  • ওয়ালঃ এটা টাউন ওয়াল। শহরের বিভিন্ন অনুষ্ঠান ও উল্লেখযোগ্য ইভেন্টগুলো এখানে পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন নন-প্রফিট সংস্থা এখানে তাদের সেবা কার্যক্রম নিয়ে ক্যাম্পেইন চালাতে পারবে। যেমন ফ্রি-মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচী, টিকা... ইত্যাদি। এছাড়াও এখানে বিভিন্ন ঘটনা ও বিষয়ে বিশিষ্ট নাগরিকদের মতামত প্রকাশিত হবে।
টাউন-সেন্টার কেন ব্যবহার করবেন? কী কী পাবেন এখানে?
  • প্রতিদিনের খবরের শিরোনামগুলো এক জায়গায় পাবেন।
  • নাগরিকদের প্রয়োজন হয় এরকম সকল তথ্য খুঁজে পাবেন।
  • ট্রাভেল সেকশনে দর্শনীয় স্থান, সেখানে যাওয়ার উপায়সহ নানা ধরনের তথ্য থাকবে যা ট্রাভেলারদের কাজে আসবে।
  • আপনার বাচ্চার জন্য টিউটর থেকে শুরু করে ডাক্তার, আইনজীবী, আর্কিটেক্টসহ নানা পেশার লোকজনকে খুঁজে পাবেন।
  • অ্যাম্বুলেন্স, রেন্ট-এ-কার থেকে শুরু করে নানা ধরনের সেবা খুঁজে পাবেন।
  • বিভিন্ন ধরনের পণ্য-সেবা ও বিজনেস সম্পর্কিত তথ্য খুঁজে পাবেন।
  • বিভিন্ন বিষয়ে আপনার জিজ্ঞাসা থাকলে এখানে জানতে চাইতে পারবেন।
  • জব মার্কেটে চাকুরির বিজ্ঞপ্তি দিতে পারবেন (ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র)।
  • বিভিন্ন ধরনের জব সার্কুলার পাবেন।
  • টাউন ওয়াল থেকে শহরের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে জানতে পারবেন।
  • আপনাদের কোন ইভেন্ট টাউন-সেন্টারে প্রকাশ করে সবাইকে জানাতে পারবেন (শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য)।
  • বিভিন্ন বিষয়ে মতামত দিতে পারবেন (শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য)।
  • বিভিন্ন পেশার লোক ও প্রতিষ্ঠানের সফলতার স্টোরি খুঁজে পাবেন যা আপনার অনুপ্রেরণার উৎস হতে পারে।
  • আপনার নিজের স্টোরি শেয়ার করতে পারবেন। নিজের লেখার সময় না থাকলে আমাদের লেখক প্যানেল থেকে কাউকে হায়ার করতে পারবেন (শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য)।
  • লেখকরা নিজেদের প্রকাশিত বইগুলো প্রচার করতে পারবেন এবং লেখক প্যানেলে যুক্ত হয়ে লেখালেখি বিষয়ক গিগগুলোতে বিড করতে পারবেন।
  • শিক্ষা বিষয়ক নানা খবর, কোর্স ও একাডেমিক তথ্য খুঁজে পাবেন। আপনার নিজের তৈরি একাডেমিক কনটেন্ট/কোর্স বিক্রি করতে পারবেন। (আপকামিং)।
  • ভেজাল ও নকলমুক্ত পণ্য খুঁজে পেতে একটি বিশেষায়িত পণ্যবাজার পাবেন যেখান থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন (আপকামিং)।
  • ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের ডেভেলপ করা সমস্ত বিজনেস টুল ও এনালাইটিকস একসেস পাবে (আপকামিং প্রিমিয়াম ফিচার)।
  • ব্যবসা-প্রতিষ্ঠানগুলো একটা সহজ ও নিরাপদ B2B সিস্টেম পাবে (আপকামিং)।

টাউন-সেন্টার এখনো বেটা স্টেজে আছে। বর্তমানে আমরা ঢাকাসহ বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের কার্যক্রম শুরু করার জন্য কাজ করে যাচ্ছি। পথমেই হয়তো আমরা সকল ফিচার আপনাদের সামনে হাজির করতে পারবো না কিংবা সবকিছু আপনাদের মনমতো হবে না। তবে প্রতিদিনই আমরা এই প্লাটফর্মটি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। শুরুতে খুব অল্প ফিচার দিয়ে আমরা রিলিজ দিচ্ছি, ধীরে ধীরে এতে আরো অনেক কিছু যোগ হবে। আমাদের সীমাবদ্ধতাটুকু ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইলো।

এখানে যুক্ত হবো কিভাবে?

আগামী ২৭ মে (২০২৪) রিলিজ হওয়ার পর এখানে রিলিজ নোটে বিস্তারিত জানানো হবে।

Current Status: Beta 2 is active. Stay tuned for the upcoming Public Beta 3, expected to be released on May 30, 2024. Time remaining: